ডেস্ক: শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রোববার (১৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় ১১টি অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়েছে।
এ সময় দুর্বৃত্তরা মোট ১১টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর মধ্যে পাঁচটিতে ঢাকা শহরের অভ্যন্তরে আগুন ধরিয়ে দেয়া হয় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, রাজশাহী বিভাগে তিনটি, চট্টগ্রাম বিভাগে দু’টি এবং ময়মনসিংহ বিভাগে একটি অগ্নিকাণ্ড ঘটেছে।
ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে ছয়টি বাস, একটি কাভার্ডভ্যান, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি পিকআপ ভ্যান ও একটি ট্রেনের তিনটি বগি রয়েছে।
এ সময় সারাদেশে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের ১০৭ জন সদস্য কাজ করেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের প্রতিবাদে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে। সূত্র : ইউএনবি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান