বিনোদন প্রতিবেদক: কল্পতরু মানেই ভিন্ন কিছু। প্রকৃতির প্রতি অসীম ভালোবাসা থেকে জন্ম হয়েছিল এই প্রতিষ্ঠানটির। বেশ কিছু ভিন্ন ভিন্ন রকমের অর্কিড ইমপোর্ট করে কল্পতরুর প্রতিষ্ঠাতা শাম্মী আকতার তার ক্ষুদ্র ব্যবসার পথ চলা শুরু করেছিলেন । কিন্তু পথ চলাটি সহজ ছিলোনা। বেশ কিছু সমস্যার সম্মখিন হলেও থেমে থাকেনি কল্পতরু। অর্কিড এর পাশপাশী কল্পতরু একটি ফ্যাশন ব্র্যান্ড বলতেই হবে। দেশি শাড়িতে সূক্ষ্ম হাতের কাজ করা থেকে শুরু করে সার্ট, কামিজ কুর্তি সহ বেশ কিছু প্রোডাক্ট নিয়ে গড়ে উঠেছে কল্পতরু। দেশিও শিল্পকে যেন নতুন করে এক রূপ দেয়ার এই আকাঙ্ক্ষা নিয়েই শাম্মি আকতার স্বপ্নের এই প্রতিষ্ঠান। সোমবার সকালে কথোপকথনে তিনি এ ভাবেই তার এই স্বপ্নের কথা তুলে ধরেন। বলেন, কল্পতরু আমার স্বপ্ন। যে কেউ যে কোন কিছুকে নিয়ে একটা স্বপ্ন তৈরি করতে পারে সেই স্বপ্নের প্রতিফলন আমার এই প্রতিষ্ঠানটও। শাম্মী আকতার বলেন, আমার পেইজ,আমার ভালোবাসা, আমার স্বপ্ন আমি জানি একদিন আমার স্বপ্ন জয় হবেই ইনশাআল্লাহ। তিনি বলেন, আমি ডিজাইনার না। খুব অতি সাধারণ একজন মানুষ কিন্তু নিজের স্বপ্নের জাল দিয়ে ডিডাইন করি। আর যখন ভাবি আমার সাথে সারা দুনিয়ার সব প্রান্ত থেকে ভালোবাসার মানুষগুলা আগলে আছে তখন নিজের কাজকে আরো আকড়ে ধরে সামনে এগুতে মন চায়। সবার ভালোবাসায় আমার উদ্যোগ এগিয়ে যাক। আমি মনে করি নারীদের আরও উদ্যোগী হয়ে উদ্যোক্তার খাতায় নাম লেখানো উচিত। তিনি আরও বলেন, আজ কোন অংশেই পুরুষদের পিছনে পিছিয়ে নেই নারীরা। তারা তাদের মেধা দিয়ে এগিয়ে চলছেন নানান শাখায়। আমিও চাই একদিন আমার কল্পতরু আরও এগিয়ে যাবে। আমি আমার মেধা দিয়ে নতুন নতুন ডিজাইন নিয়ে হাজির হবো সবার মাঝে। আমার পথচলায় সকলের সহযোগিতা চাই। দোয়া চাই।
শিরোনাম :
কল্পতরু আমার স্বপ্ম: শাম্মী আকতার
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ১২:৫৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- ১৬৬২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ