সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে আবারও ২ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর আবারও দেশব্যাপী অবরোধ কর্মসূচির ডাক দিতে যাচ্ছে দলটি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। একই দাবিতে গত ৩১ অক্টোবর থেকে আজ ২ নভেম্বর পর্যন্ত টানা ৩ দিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।
আরও পবিএনপি কার্যালয়ে র গেটে পড়ে রয়েছে চিঠি, গ্রহণ করার কেউ নেই
শেষ সময়ে ‘ত্রিমুখী চাপে’ সরকার
নয়াপল্টনে বিএনপির কার্যালয় ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ
আজও নয়াপল্টন পুলিশের দখলে
যাত্রীশূন্য গাবতলী, চলছে না দূরপাল্লার বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এ প্রসঙ্গে ঢাকা পোস্টকে বলেন, আমাদের আন্দোলন চলমান থাকবে। সন্ধ্যার দিকে নতুন কর্মসূচি জানতে পারবেন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। একই দাবিতে গত ৩১ অক্টোবর থেকে আজ ২ নভেম্বর পর্যন্ত টানা ৩ দিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান