ডেস্ক: বিএনপি-জামাতের ডাকা দেশব্যাপী হরতালে রাজধানীর সদরঘাট থেকে ঢাকার বিভিন্ন রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাসের পাশাপাশি অন্যান্য গণপরিবহনের সরব উপস্থিতি রয়েছে। তবে যাত্রী সংখ্যা কম দেখা গেছে।
রোববার (২৮ অক্টোবর) রাজধানীর সদরঘাটের ভিক্টোরিয়া পার্ক, রায়সাহেব বাজার এলাকায় এমন চিত্র দেখা গেছে।
এদিকে আজকের যাত্রীদের অধিকাংশই চাকরিজীবী। তারা বলেন, হরতাল হোক আর যাই হোক আমাদের কর্মস্থানে যেতে হবেই। হঠাৎ করে কখন গাড়িতে আগুন লাগিয়ে দেয় এই আতঙ্কেই আছি।
সবুজ নামে এক যাত্রী বলেন, হরতাল হয়েছে তো কি হয়েছে, আমাদের অফিস তো আর বন্ধ না। তাই আতঙ্ক নিয়েই বাসা থেকে বের হয়েছি।
তাসলিমা নামে এক নারী যাত্রী বলেন, শ্যামলীতে অফিস থাকায় জীবনের ঝুঁকি নিয়েই বাসা থেকে বের হয়েছি। বাসে হঠাৎ করে যেভাবে আগুন লাগিয়ে দেওয়া হয় তাতে জীবন নিয়ে ফিরতে পারবো কিনা জানি না।
শাকিল নামের এক বাস চালক বলেন, গতকাল থেকে যেভাবে বাসে আগুন দেওয়া হচ্ছে তাতে আমরা খুবই আতঙ্কিত। আজকে আবার বিএনপি জামায়াত-হরতাল ডেকেছে তার মধ্যেও আমাদের মালিকেরা বাস চালানোর সিদ্ধান্ত নিছে। তারা তো আর আমাদের জীবনের কথা ভাবে না তাই এ ধরনের সিদ্ধান্ত নিছে। খুবই ভয়ের মধ্যে আছি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান