মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তি পাওয়ার পর লালমনিরহাট জেলা শহরের সিনেমা হলগুলোতে দর্শকের উপচে পরা ভিড় দেখা যাচ্ছে।
গত শুক্রবার দেশের ১৫৩টি সিনেমা হলে একযোগে মুক্তি পায় বঙ্গবন্ধুর বায়োপিক টি।
উল্লেখ্য,ভারতের খেতিমান চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটি মুক্তি পাওয়ার পর দেশের বিভিন্ন সিনেমা হলে দর্শকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। শহর থেকে শুরু করে গ্রাম গঞ্জের সর্বত্র চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেখার হিড়িক।
মুজিব একটি জাতির রূপকার হলো শ্যাম বেনেগল পরিচালিত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত একটি বাংলা ভাষার জীবনসংক্রান্ত চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে আরিফিন শুভ বঙ্গবন্ধু নামে খ্যাত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন।
সিনেমাটি দেখতে লালমনিরহাটের আলোরুপা সিনেমা হলেও দর্শকদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে।
কিশোর থেকে শুরু করে তরুণ, যুবক এই ছবি দেখার জন্য ভিড় করছে।
সিনেমা হলে আসা দর্শকদের সাথে কথা বলে জানা গেছে , বঙ্গবন্ধু এই বাংলার রূপকার এবং একটি জাতির রুপকার। তিনি এই দেশ এবং দেশের সর্বস্তরের জনগণের জন্য যা দিয়েছেন তার জন্য আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো তিনি ছাড়া বাঙালি জাতির কথা কল্পনাও করা যায় না তিনি এই বাঙালি জাতির মুক্তিদাতা । এতদিন বইপুস্তকের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনী পড়লেও। আজ আমরা পর্দার মাধ্যমে দেখতে পেলাম।
লালমনিরহাট আলোরুপা সিনেমা হল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে , বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব, একটি জাতির রুপকার দেখার জন্য দর্শকের খুবই সারা ফেলেছে , সব বয়সের মানুষই এ ছবিটি দেখার জন্য হলে আসছেন এবং ছবিটি দেখার পর অনেকের চোখে পানি চলে আসতেও দেখা গেছে।