মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
লালমনিরহাটের তিস্তা নদীর পানি কমার সাথে সাথেই শুরু হয়েছে নদীভাঙ্গন। ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি, আবাদি জমিসহ নানা স্থাপনা। ইতোমধ্যে অনেক বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
রাজপুরের নদীর তীরবর্তী গ্রামের , একাধিক ব্যক্তি জানান, বন্যার কারনে দুইদিন পানিতে তলিয়ে ছিল তাঁদের ঘরবাড়ি। এতে নিজেদের খাবার আর গবাদিপশু নিয়ে বিপাকে পড়েতে হয়েছিল তদের। নদীর কোল ঘেষে বাড়ি থাকায়
বর্তমানে তারা সকলেই দুশ্চিন্তায় আছেন।রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের কাছ থেকে জানা গেছে, বাগানবাড়ি, ফসলিক্ষেত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তার এলাকার নদীতীরবর্তী কয়েকটি এলাকার মানুষজন।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ও সরেজমিনে গিয়ে দেখা গেছে , সদর উপজেলার রাজপুর, খুনিয়াহাছ, গোকুন্ডা ইউনিয়ন, আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ভাঙন শুরু হয়েছে।
অপরদিকে আমন ধান, শীতকালীন সবজি সহ বিভিন্ন ফসলের জমি পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ দফার বন্যায় জেলার ৯৮ হেক্টর আমন ধান এবং আগাম আলু, মুলা, বেগুন, মাস কালাইসহ ১৫ হেক্টর সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, ভারতে অতি ভারী বৃষ্টিপাতের ফলে সিকিমের তিস্তা নদীর চুংথাং বাঁধ ভেঙ্গে যাওয়ায় উজান থেকে প্রবল বেগে ধেয়ে আসে হড়কাবানের স্রোত। এতে সেখানকার একটি ভারতীয় সেনাছাউনির ২৩ জন সেনা সদস্য ৪০ টিরও অধিক সেনাবাহিনীর গাড়ি এবং বিপুল পরিমাণ গোলাবারুদ সহ বেসামরিক কয়েক ব্যাক্তি পানির তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান