
বাংলার খবর২৪.কম: মিরপুরের ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন হত্যা মামলায় মিরপুর মডেল থানার এসআই জাহিদুর রহমান জাহিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম মো. নুরু মিয়া শনিবার এ আদেশ দেন। রিমান্ড শেষে আদালতে জাহিদের জবানবন্দি দেওয়ার কথা ছিল। জাহিদকে আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। জবানবন্দি না দেওয়ায় আদালতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৭ জুলাই সকালে মিরপুর থানার এসআই রাকিব বাদী হয়ে এসআই জাহিদের বিরুদ্ধে পুলিশ হেফাজতে থাকা সুজন হত্যার দায়ে একটি মামলা করেন।
মামলায় মোট ৮ জনকে আসামি করা হয়। আসামিরা হলেন- এসআই জাহিদুর রহমান, এএসআই রাজকুমার, কনস্টেবল আনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম, পুলিশের সোর্স নাছিম শেখ, ফয়সাল, পলাশ ও খোকন। আসামিদের মধ্যে এসআই জাহিদ ও সোর্স নাসিম শেখকে গ্রেফতার করা হয়।
এসআই জাহিদকে ১৬ জুলাই ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। জাহিদের বিরুদ্ধে চলতি বছরে তিনজনকে হত্যার অভিযোগ ওঠে। তবে পুলিশ এ সব অভিযোগ বরাবরের মতো অস্বীকার করেছে। সর্বশেষ মিরপুর থানায় কর্মরত অবস্থায় ১২ জুলাই (শনিবার) রাতে তার হেফাজতে মাহবুবুর রহমান সুজন নামে এক যুবকের মৃত্যু হয়।
সুজনের পরিবারের অভিযোগ, নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। সুরতহাল রিপোর্টেও নির্যাতনে সুজনের মৃত্যুর বিষয়টি উঠে এসেছে। এ ঘটনায় ওই দিনই এসআই জাহিদকে থানা থেকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনে পাঠানো হয়।