বাংলার খবর২৪.কম : রাজধানীর শেরে বাংলা নগর থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
খোকাসহ অপর আসামিরা আদালতে হাজির না হওয়ায় মঙ্গলবার বিকেলে মহানগর হাকিম জহুরুল হকের আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৩ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয় কার্যালয়ের সামনে কমিশনের কর্মচারীদের হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
পরে এই ঘটনায় শেরে বাংলা নগর থানার এসআই রাজু আহমেদ বাদী হয়ে ২৭ ডিসেম্বর খোকাসহ ২৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান