মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট :লালমনিরহাট জেলার অন্তর্গত হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে এবার জেলের জালে ধরা পড়েছে ৭২ কেজি ওজনের দানবাকৃতির বিশাল বাঘাইড় মাছ। ৫ অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে ঐ এলাকার জেলে মহাসিনের জালে মাছটি ধড়া পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় জেলে মহাসিন আলী সকালে তিস্তা নদীতে মাছ ধরতে জান মাছ ধরার একপর্যায়ে তার জালে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধড়া পড়লে অন্য জেলের সহায়তায় মাছটি নৌকায় তুলেন এর পর মাছটি দেখতে শতশত মানুষ দূরদূরান্ত থেকে এসে ভিড় করে এক পর্যায়ে স্থানীয়রা কয়েকজন মিলে ৮০ হাজার টাকায় মাছটি কিনে ভাগ করে নেন।
জেলে মহাসিন আলী বলেন, সকালে নদীতে জাল নিয়ে তিনি মাছধরতে জান, জালটি টানতে অনেক কষ্ট হওয়ায় অন্য জেলের সহায়তা নেন। পরে জালটি টেনে উপরে উঠার সময় পানি ছুঁই ছুঁই হলে বিশাল একটি বাঘাইড় মাছ দেখতে পান তিনি। উপরে আনার পরে মাছটির ওজন দেখা যায় ৭২ কেজি পরবর্তীতে সেখানে লোকজন জমতে শুরু করে এবং স্থানীয় কয়েকজন মিলে মাছটি ৮০ হাজার টাকায় কিনে নেন।