মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: আজ (২৭ সেপ্টেম্বর) বুধবার সকালা ১১ টাায় লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) মাঠ প্রাঙ্গণে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্ত থেকে মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য সমূহ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উক্ত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ইয়াছির জাহান হোসেন পিএসসি। বক্তব্য রাখেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ পিএসসি প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন, লালমনিরহাট পুলিশ প্রশাসন, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী সরকার ও শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম বলেন, মাদক ভয়ানক নেশা এ থেকে সকলকে বেরিয়ে আসতে হবে এবং বিজিবি মাদক চোরাচালান রোধে সবসময় সক্রিয়, এবং এর বিস্তার রোধকল্পে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ৪কোটি ৪৭লক্ষ ১৯হাজার ৩শত ১০টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃর্ত মাদকদ্রব্যগুলো হলো- ভারতীয় ফেন্সিডিল ৪৬,৩১২ বোতল, বিভিন্ন প্রকার মদ ৪,৪৭৩ বোতল ও ১৯ প্যাকেট, গাঁজা ২,৪৩৯.৬৮ কেজি, ইস্কাফ সিরাপ ১৪,৫৫১ বোতল, কেডোডেক্স সিরাপ ৪৫বোতল, বিয়ার ৭৬ক্যান/বোতল, হেরোইন ২৫.১৯ গ্রাম, ইযাবা ১৪,৮৫৩পিস, খৈনী ১,১০০প্যাকেজ, টাপেন্টাডল ট্যাবলেট ৪,৮০৯পিস, যৌন উত্তেজক ট্যাবলেট ২,৩৪২ পিস সমস্ত মাদকদ্রব্য সমূহ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান