মো:আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
এবার লালমনিরহাট আদিতমারীতে ট্রাকে তল্লাশি চালিয়ে বাদামের বস্তায় লুকিয়ে রাখা ১ হাজার ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-১৩। ঘটনা স্থল থেকে মাদক কারবারি সজল হোসেন (২০) নামের একজন কে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশীর আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সজল কালিগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যামের নজরুল ইসলামের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলাধীন সাপটিবাড়ী ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকার মধ্যে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাব-১৩ এসময়ে বুড়িমারী থেকে লালমনিরহাটে মুখি বাদাম নিয়ে যাওয়া একটি ট্রাককে থামানো হয় এর পর ট্রাক তল্লাশি করে বাদামের বস্তার ভেতরে লুকিয়ে রাখা ১ হাজার ১৪৫ বোতল ফেনসিডিল জব্দ করে এবং গ্রেপ্তার করে সজল হোসেনকে এ ঘটনায় ট্রাকটিও জব্দ করা হয়েছে।
র্যাব জানান, গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে আদিতমারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামিকেও আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান