নিজস্ব প্রতিবেদক : বিআরটিএ কার্যালয়ে দালালি করতে এসে ভ্রাম্যমান আদালতের হাতে ধরা পরেছেন ইব্রাহীম (৩৫) নামে ভুয়া আনসার সদস্য। গতকাল বিআরটিএর উত্তরা কার্যালয়ে এই ঘটনা ঘটে। পরে ওই ভুয়া আনসার সদস্যকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিআরটিএর ভ্রাম্যমান আদালত- ৬ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।
জানা গেছে, মো. ইব্রাহীম নামে ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তার পরিচয় জানতে চান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ইব্রাহীম নিজেকে বিআরটিএর মিরপুর কার্যালয়ে দায়িত্বরত আনসার সদস্য পরিচয় দেন। পরে তার দেখানো পরিচয়পত্র নকল মনে হলে খোঁজ নিয়ে ম্যাজিস্ট্রেট জানতে পারেন ওই নামে বিআরটিএর মিরপুর কার্যালয়ে কোন আনসার সদস্য নেই। এ সময় ভুয়া পরিচয়ত্র ও গাড়ির কাগজপত্রসহ ইব্রাহীমকে আটক করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান