ডেস্ক: রাজধানী মোহাম্মদপুরে কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, দোকান মালিক ও কর্মচারীদের পাশে ছিলো বিজিবি ও আনসার।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ভোর থেকে অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিসকে সহায়তা প্রদান, উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং আশপাশসহ অগ্নিকাণ্ড সংঘটিত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়। বিজিবি সদস্যরা ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে অগ্নি নির্বাপণের কাজে সহায়তা প্রদান করেন।
এছাড়ও বিভিন্ন দোকান হতে মালামাল অপসারণ করে নিরাপদ স্থানে নিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, দোকান মালিক ও কর্মচারীদের সহায়তা করেন। একই সঙ্গে বহিরাগত ব্যক্তিরা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি ও মার্কেটের ভেতরে প্রবেশ করতে না পারে সেটি নিয়ন্ত্রণ করে।
এদিকে অগ্নিকাণ্ডের এই ঘটনায় বসে ছিলেন না আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও। মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে স্বরব উপস্থিতি ছিলো তাদেরও।
অগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সহায়তা করা, উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ নেওয়া, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ছাড়াও উদ্ধার কাজে অংশগ্রহণকারীদের মাঝে বাহিনীটির পক্ষ থেকে দুপুরের খাবার বিতরণ করা হয়।
এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঁচ প্লাটুন অঙ্গীভূত আনসার এবং ২ (দুই) প্লাটুন আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্য মোতায়েন করা হয়। এছাড়া এজিবির পরিচালক রাজীব হোসাইনসহ কর্মকর্তারা সেখানে দায়িত্ব পালন করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান