ডেস্ক: সীমান্ত দিয়ে ট্রাকে করে বিপুল পরিমাণ মাদক নেয়ার পথে নেত্রকোনার দুর্গাপুরে র্যাবের হাতে আটক হয়েছে কামরুজ্জামান সানি (১৮) নামের এক মাদক কারবারি। র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের খবরে বুধবার গভীর রাতে নেত্রকোনার দূর্গাপুর উপজেলার দেবতলী মধ্যম বাগান এলাকায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় অভিনব কায়দায় পাচারকালে ট্রাকের কেবিনের ভিতর থাকা ৪শ ৬৪ বোতল ফেন্সিডিল ও ৯শ ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আর এই পাচারের সাথে জড়িত মো. কামরুজ্জামান সানি (১৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। সানি দুর্গাপুর থানাধীন কানাইল গ্রামের আরজ আলীর ছেলে।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিল ও ইয়াবার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১২ বারো লাখ টাকারও বেশি। এ ব্যাপারে দূর্গাপুর থানায় মামলা দায়ের শেষে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় ট্রাকে করে মাদক সরবরাহ করে আসছিলো।