ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এদেশে ২৯ বছর অন্যান্য দল ক্ষমতায় থেকেছে। তারা জনগণকে কিছুই দিতে পারেনি। জনগণকে যা কিছুই দিয়েছে সেটা আওয়ামী লীগ সরকারই দিয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার পরে সুধী সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, পদ্মাসেতু উদ্বোধন করে আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। আমরা আমাদের নির্বাচনী সকল ওয়াদা পূর্ণ করেছি। কোনো দলই ওয়াদা পূর্ণ করতে পরেনি।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বিমানবন্দরের পাশে কাওলা টোল প্লাজায় টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচন মঞ্চে ওঠেন শেখ হাসিনা। বোতাম চেপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসেওয়ের উদ্বোধন করেন তিনি।
এসময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতুসচিব মো. মনজুর হোসেন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। ছোটবোন শেখ রেহানাসহ গাড়িবহর নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আগারগাঁওয়ের সুধী সমাবেশে আসেন প্রধানমন্ত্রী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান