
বিনোদন প্রতিবেদক : দীর্ঘ পাঁচ বছর পর আজ ক্যামেরার সামনে দাঁড়ালাম। আমার ছোট ভাই , ফ্যাশন কোরিওগ্রাফার এডলফ খান এর শুট এর মাধ্যমে। চিত্র নায়িকা নূতন লিখেছেন, কাজ করতে এসে পুরানো সব স্মৃতি মনে পরে গেলো। যখন শুট শুরু হলো, তখন আমার ভীষণ আনন্দ লাগছিল। মনে হলো সেই লাইট, ক্যামেরা, অ্যাকশন, সেই লোকজন , শুটিং ইউনিট! সব কিছু ভুলে কাজে ডুবে গেলাম। আজকের যে কাজটির চরিত্র ছিলো,তা আমার ভীষণ প্রিয় মনের মতো ছিলো। আমার ছোট ভাই এডলফ খান সেটাকে তার ডাইরেকশন এর মাধ্যমে খুব নিখুঁত, সুন্দর করে ফুটিয়ে তুলেছে। অসাধারণ এক কাজের অভিজ্ঞতা হলো। আমাদের মতো সিনিয়র শিল্পীদের নিয়ে তার এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। জয় মহান সম্পৃক্ত করে ব্যাপক সচেতনতা সৃষ্টি ও সিদ্ধান্ত গ্রহণকারী দ্বারা হয়েছে তাদের নজরে আংটি কিন্তু আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ মনির কে , এতো সুন্দর মেকআপ করার জন্য। সবার জন্য দোয়া রইলো।