ডেস্ক : বিআরটিএর উত্তরা কার্যালয়ে চার দালালকে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে আকস্মিকভাবে এই অভিযান পরিচালনা করেন বিআরটিএর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।
জানা গেছে, বিআরটিএর উত্তরা কার্যালয়ে অভিযান পরিচালনাকালে মোটরযানের নাম্বার প্লেট সংযোজনসহ বিভিন্ন কাজে আগত গ্রাহকদের নিকট চাঁদা দাবিসহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েকজন দালালকে বাকবিতণ্ডতা করতে দেখেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় স্থানীয় দালাল আতাউল্লাহ আতা সহ কয়েকজন দালালকে সনাক্ত করেন ম্যাজিস্ট্রেট। পরে তুরাগ থানার সহায়তায় তাদের ধরতে গেলে আতাউল্লাহ পালিয়ে যায়। তবে চার জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আহাদ আলী (৩৫), মো. শাহিন আলম (২৮), আলমগীর হোসেন (৪৮) এবং মো. সোহাগ (২৭)।
পরে আটককৃতরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে নিজেদের দোষ স্বীকার করলে প্রত্যেককে ৩০(ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, দালাল চক্রটি দীর্ঘদিন যাবত রাস্তা থেকে বিআরটিএ অফিসে আগত গ্রাহক বা গাড়ি বিআরটিএ চত্বরে ঢোকার পথেই ঘিরে ধরত। তিনি বলেন, এই অভিযান একটি চলমান প্রক্রিয়া। বিআরটিএ অফিস দালাল মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান