বাংলার খবর২৪.কম: সিরাজগঞ্জে আশিফুল ইসলাম সাজ্জাদ (২৫) নামে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ এর (জেএমবি) সদস্যকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক আশিফুল খবির এই রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আশিফুল ইসলাম সাজ্জাদ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মোল্লাবাড়ি গ্রামের সাহেদুর আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়; ২০১১ সালের ৯ মার্চ র্যাব-১২ সিরাজগঞ্জ হেডকোয়ার্টার্স এর একটি বিশেষ টহল দল কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মোল্লাবাড়ি গ্রাম থেকে ২১৫ পাতা জিহাদি বইসহ জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) সদস্য ও জেএমবি সদস্যদের অস্ত্র প্রশিক্ষক আশিফুল ইসলাম সাজ্জাদকে আটক করে। পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ২০১১ সালের ১০ মার্চ র্যাব-১২ ও পুলিশ এর একটি যৌথ দল সিরাজগঞ্জের কাজিপুর থানার দুর্গম চরাঞ্চল চর-ভুরুঙ্গিতে অবস্থিত জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এর একটি অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি রাইফেল, আট রাউন্ড গুলি, আটটি তাজা বোমা ও রাবার বুলেট উদ্ধার করে অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্রটি গুড়িয়ে দেয়।
পরে ওই দিনই এ বিষয়ে সিরাজগঞ্জের কাজিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। –