বাংলার খবর২৪.কম : বর্তমানে ইবোলা ভাইরাস আক্রান্ত দেশগুলোকে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁও বিশ্বব্যাংক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই কথা বলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইউহানেস জাট।
আগামীতে বিশ্বব্যাপী অবকাঠামো উন্নয়নে অর্থায়ন গ্যাপ ও জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত সমস্যার সমাধান কীভাবে করা যায় সেইজন্য ক্লাইমেট চেঞ্জ স্ট্রাটেজি তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইউহানেস জাট বাংলাদেশের জিডিপি ও মূল্যস্ফীতি সম্পর্কে বলেন, ২০১৫ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াবে ৬ দশমিক ২ শতাংশ। আর মূল্যস্ফীতি হবে ৭ শতাংশ।
তিনি আরো বলেন, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বৃদ্ধি হওয়ার কারণ হলো- বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, সরকারিভাবে অবকাঠামো খাতে রেমিটেন্স বৃদ্ধি ও বিশ্ববাজারে তেলের দাম কম হওয়া।
প্রতিবেদনে বিভিন্ন খাতভিত্তিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বলা হচ্ছে, শিল্প খাতে ৯ দশমিক ৫ শতাংশ, কৃষি খাতে প্রবৃদ্ধি হবে ২ শতাংশ এবং সেবা খাতে ৬ দশমিক ১ শতাংশ।
এছাড়া ব্যয়ের ক্ষেত্রে বলা হচ্ছে বিনিয়োগ হবে ৬ দশমিক ৫ শতাংশ, রপ্তানি ৬ শতাংশ ও আমদানি ২ শতাংশ।
প্রতিবেদনে আরো বলা হয়, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বেড়ে গেলে বিনিয়োগ কমার পাশাপাশি মূল্যস্ফীতি বাড়বে।
এদিকে প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। এছাড়া প্রতিবেদন প্রকাশের সময় উপস্থিত ছিলেন রিসার্স এনালিস্ট নাদিম রিজওয়ান, অর্থনীতিবিদ সালমান জাইদি, ও যোগাযোগ কর্মকর্তা মেহরীন প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান