মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ধরলা নদীতে ডুবে নিখোঁজ হওয়ার ৩ দিন পর মমিনা খাতুন (৩০) নামের এক মানসিক (ভারসাম্য হীন) প্রতিবন্ধীর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
গত ৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খারিজা জোংড়া জুগিটারী নামক সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ এবং ৬১ বিজিবি এবং পাটগ্রাম থানা পুলিশের মাধ্যমে ওই মানসিক প্রতিবন্ধীর মরদেহ হস্তান্তর করা হয়।
নিহত মমিনা লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মোবারক হোসেনের কন্যা।
স্থানীয়রা জানিয়েছেন , গত ৫ আগস্ট উপজেলার খারিজা জোংড়া যুগিটারী সীমান্তে ধরলা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন মমিনা। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা শীতলখুচি এলাকায় তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ভারতে বসবাসকারী পরিবারের লোকজন শীতলখুচি এলাকার বিএসএফ ক্যাম্পে গিয়ে মরদেহটির পরিচয় শনাক্ত করেন।
নিহতের পরিবার বলেন, আমার বোন মমিনা খাতুন ৩ দিন আগে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি ভারতে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ভারতে থাকা আত্মীয়-স্বজনের মাধ্যমে খোঁজ নিয়ে মরদেহ শনাক্ত করা হয়। বিজিবি ও বিএসএফের মাধ্যমে ভারতে কাগজপত্র জমা দিয়ে তিনদিন পর মরদেহ পেয়ে রাতেই দাফন করি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান