ডেস্ক : দালাল ধরতে রাজধানীর বিআরটিএ ঢাকা মেট্রো-৩ উত্তরা অফিসে ভ্রমমাণ আদালতের অভিযান চালিয়েছে। দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানির অভিযোগে বুধবার (২ আগস্ট) বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত-৩, এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান নিজেই গ্রাহক বেশে বিআরটিএর অফিসের মাঠ থেকে দুই দালালকে হাতেনাতে আটক করেন। আটক দুই দালাল হলেন, মোহাম্মদ নাজমুল হাসান (৫৫), সোহেল রানা (২৯)। তারা দুজনই ঢাকার বাসিন্দা।
দুই দালাল নিজেদের দোষ শিকার করায় একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড। অন্যজনকে ৩০ দিনের বিনাশ্রম কারা দণ্ডাদেশ প্রদান করেন বিআর বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত-৩।
এছাড়াও বিভিন্ন যানবাহনের কাগজপত্র মেয়াদ উত্তীর্ণ থাকায় কয়েকটি যানবাহনের মালিককে আর্থিক জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, বিআরটিএকে দালালমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে অনুরোধ সবাই নিয়ম মেনে চলবেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান