মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: লালমনিরহাটে আদিতমারীর মহিষখোচা এলাকায় পুকুরের পানিতে ডুবে ঝুমকি রানি নামের দুই বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল অনুমানিক ১১টার দিকে উপজেলার মহিষখোচা বাজার সংলগ্ন বৈশ্যপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
ঝুমকি রানি ওই এলাকার সুশীল চন্দ্রের মেয়ে।
এলাকার বাসিন্দা অ্যাডভোকেট কমল চন্দ্র রায় ও অন্যান্যরা জানান, মহিষখোচা বাজার সংলগ্ন বাড়ি হওয়ায় মঙ্গলবার ১১টার দিকে বাড়ি থেকে বাজারের দোকানে চকলেট নিতে যায় ঝুমকি। যাওয়ার পথে রবি রাম মার্কেট সংলগ্ন পুকুরে পড়ে যায় ঝুমকী পরবর্তীতে স্থানী লোকজন তার মরদেহ পুকুরে ভেসে থাকতে দেখলে উদ্ধার করে। এ ঘটনায় তার পরিবারের এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান পরিবারের অসতর্কতার এবং খামখেয়ালি মনোভাবের কারনে অনেক শিশুদের জীবন এভাবে চলে যাচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান