বাংলার খবর২৪.কম : যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের বাসিন্দা ও বিএনপি নেতার ছেলে বাংলাদেশের একজন শীর্ষ রাজনীতিবিদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টায় এফবিআই’র সাবেক এক এজেন্টকে ঘুষ দেওয়ার কথা আদালতের কাছে স্বীকার করেছেন। নিউইয়র্কের হোয়াইটপ্লেনে ফেডারেল কোর্টের সাউদার্ন ডিস্ট্রিক্ট-এর বিচারক ভিনসেন্ট এল ব্রিককেট্টি’র সামনে বাংলাদেশি তরুণ রাজীব আহমেদ সিজার ও তার সহযোগী জোহানেস থালের এ স্বীকারোক্তি দেন।
রাজীব (৩৫) ও থালের (৫১) দু’জনেই কাউন্টার ইন্টেলিজেন্সের সাবেক কর্মকর্তা রবার্ট লাস্টিকের সঙ্গে এ ঘুষ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। এদের তিন জনের বিরুদ্ধেই আদালতে চার্জ গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের ক্রিমিনাল ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল লেসলি আর ক্যাডওয়েল, ইউএস অ্যাটর্নি পিট ভেরেরো এবং জাস্টিস ডিপার্টমেন্টের ইন্সপেক্টর জেনারেল মাইকেল ডি হরোইটজ ১৭ অক্টোবর (শুক্রবার) বিষয়টি জানানোর পর জাস্টিস ডিপার্টমেন্ট এ তথ্য প্রকাশ করেছে।
রাজীব ও থালের স্বীকারোক্তিতে আরো বলেছেন, লাস্টিকের বন্ধু থালের সহযোগী রাজীব আহমেদ বাংলাদেশের একজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তি সম্পর্কে গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করেন। তবে সিজার যার তথ্য খুঁজছিলেন সেই রাজনীতিবিদের পরিচয় ও লিঙ্গ প্রকাশ করা হয়নি। তবে তিনি বাংলাদেশের বিরোধী দলের রাজনীতিতে সম্পৃক্ত আছেন এবং একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব-এই ধারণা দেওয়া হয়েছে। রাজীব জানান, বাংলাদেশের ওই শীর্ষ রাজনৈতিক ব্যক্তি তার নিজের রাজনৈতিক আদর্শ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিরোধী একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। তবে কোন নেতার তথ্য সংগ্রহের চেষ্টা চলছিল কারো নাম উল্লেখ করা হয়নি। এ ব্যাপারে অনেকেই প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা চলছিল বলে ধারণা করছেন। যেহেতু সজীব ওয়াজেদ জয় কোন রাজনৈতিক নেতা নয়, সেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা চলছিল বলে অপর একটি সূত্র মনে করছেন।
গত বছরের আগষ্ট মাসে রিজভী আহমেদ সিজার (৩৪) গ্রেফতার হন। চারমাস পর ডিসেম্বরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশি আমেরিকান রিজভী আহমেদ সিজার ছাড়াও এ ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ উঠে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাবেক এজেন্ট রবার্ট লাস্টিক (৫০) এবং তাঁর বন্ধু জোহানেস থালেরের (৪৯) বিরুদ্ধেও। গত আগষ্টে সিজারের পাশাপাশি থালেরকেও গ্রেফতার করা হয়। আর ভিন্ন কারণে পুলিশের হাতে আগেই আটক হয়েছেন লাস্টিক। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে আরো বলা হয়েছে, নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে এ ঘটনা ঘটেছিল। ওই দিন বিকেলেই তাদের আদালতে হাজির করা হয় এবং উটাহ অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট আদালতে ভিন্ন একটি মামলায় হাজির করার সময়ই লাস্টিকের বিরুদ্ধে এ মামলার অভিযোগও উঠানো হয়েছিল বলে জানানো হয়।
অভিযোগ প্রমাণিত হলে তাদের প্রত্যেকের কমপক্ষে ২০ বছরের কারাদ- হতে পারে বলে আইন বিশেষজ্ঞরা ধারণা করছেন। জানা গেছে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী দলের সুনির্দিষ্ট একজন নেতা ও তার সহযোগীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সংগৃহীত তথ্য পেতে মরিয়া ছিলেন সিজার। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সংগৃহীত এ-সংক্রান্ত তথ্য সে দেশের ডিপার্টমেন্ট অব জাস্টিসে সংরক্ষণ করা হয়। সেখান থেকে তথ্য বের করে দিতে হোয়াইট প্লেইনস রেসিডেন্ট এজেন্সিতে কাজ করা এফবিআইয়ের সাবেক এজেন্ট রবার্ট লাস্টিকের সঙ্গে যোগাযোগ করেন সিজার। আর পুরো বিষয়টিতে মধ্যস্থতা করছিলেন লাস্টিকের বন্ধু জোহানেস থালের। থালেরের কারণে সিজারের প্রস্তাবে রাজি হন লাস্টিক। প্রাথমিকভাবে তারা এক হাজার ডলার ঘুষ নিয়েছিলেন। তবে পুরো তথ্য পাচার করতে পারলে ঘুষের অঙ্কটা যে আরো বড় হতো, থালের ও লাস্টিকের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে বিনিময় করা খুদে বার্তায় (এসএমএস) এর ইঙ্গিত ছিল সুস্পষ্ট।
এফবিআইয়ে নিজের পদবি ও অবস্থানকে ব্যবহার করে সংশ্লিষ্ট রাজনীতিবিদ সম্পর্কিত গোপনীয় তথ্যগুলো বের করার চেষ্টা চালাচ্ছিলেন লাস্টিক। তাঁর এসএমএস বার্তা বিশ্লেষণে মনে হয়, এ ক্ষেত্রে প্রাথমিকভাবে সফল হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাঁর তৎপরতা আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়ে যায়। তবে তাদের কাছে ওই রাজনীতিবিদ সম্পর্কে কিছু তথ্য নিয়েও দাবিকৃত ঘুষের টাকা দিতে গড়িমসি করছিলেন সিজার- লাস্টিকের খুদে বার্তায় এর ইঙ্গিতও আছে। এমনকি এসব তথ্য সংশ্লিষ্ট রাজনীতিবিদের কাছে জানিয়ে তাকে বেকায়দায় ফেলে উপরি আদায় করবেন বলেও শাসিয়েছেন লাস্টিক। এফবিআইয়ে নিজের পদবি বলেই অভ্যন্তরীণ আইন প্রয়োগ বিষয়ক যেসব নথিপত্র লাস্টিকের আওতাভুক্ত, সেগুলোই পেতে চেয়েছিলেন সিজার।
গত আগষ্টে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে গ্রেফতার করা হয় সিজার ও থালেরকে। ঐ দিনের পরের ভাগে হোয়াইট প্লেইনসের কেন্দ্রীয় আদালতের বিচারক জর্জ এ ইয়ানথিসের আদালতে হাজির করা হয়। আর ভিন্ন একটি অভিযোগে আগেই আটক করে লাস্টিককে পাঠানো হয়েছে উটাহ ডিস্ট্রিক্ট আদালতে। সেখানে তথ্য পাচারের এই অভিযোগও তোলা হবে লাস্টিকের বিরুদ্ধে।
এই তিনজনের বিরুদ্ধেই চারটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগটি লাস্টিক, থালের ও সিজার তিনজনের বিরুদ্ধেই। তারা সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার ষড়যন্ত্র করেছেন। দ্বিতীয় অভিযোগটি লাস্টিক ও থালেরের বিরুদ্ধে। তারা ঘুষ লেনদেনে মধ্যস্থতা ও ঘুষ গ্রহণ করেছেন। তৃতীয় অভিযোগটি সিজারের বিরুদ্ধে। তিনি একজন সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়েছেন। এবং চতুর্থ অভিযোগটি লাস্টিকের বিরুদ্ধে। তিনি ঘুষ নিয়ে সরকারি নথি ফাঁস করতে চেয়েছেন। দোষী সাব্যস্ত হলে এই অপরাধে রিজভী আহমেদ সিজারের ২০ বছরের কারাদ- হতে পারে বলে জানিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। এ ছাড়া লাস্টিকের সর্বোচ্চ ২৫ বছরের এবং থালেরের সর্বোচ্চ ২০ বছর কারাদ- হতে পারে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, লাস্টিক, থালের ও সিজার মিলে ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের বিরোধীদলীয় ওই গুরুত্বপূর্ণ নেতার বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে গচ্ছিত তথ্য পেতে চেষ্টা চালিয়েছেন। এর অংশ হিসেবে লাস্টিক ও থালেরের মধ্যে সেল ফোনে টেক্সট মেসেজ বিনিময় হয়েছে। এতে রিজভী আহমেদ সিজারের ওপর চাপ সৃষ্টি করে কিভাবে বাড়তি অর্থ আদায় করা যায়, সে-সংক্রান্ত মেসেজও রয়েছে। যেমন লাস্টিক থালেরকে বলছেন, 'আহমেদকে আমাদের চাপ দিতে হবে যাতে ৪০ জিএস খুব দ্রুত পাওয়া যায়। আমরা নগদ অর্থ পেতে কথা বলব। আমি আমার ম্যাজিক ব্যবহার করব। আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি।' জবাবে থালের লিখেছেন, 'আমি জানি সব কিছুই এখন আমাদের সামনে। খুব শিগগির আমরা ওশেনফ্রন্ট রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে পারব।' এমনকি বাংলাদেশি ওই রাজনীতিবিদকে ফাঁদে ফেলে তাঁর কাছ থেকেও অর্থ আদায়ের পরিকল্পনার কথা জানা যায় থালেরের কাছে লাস্টিকের পাঠানো খুদে বার্তায়। অভিযোগ মতে, লাস্টিক ও থালের এ কাজের বিনিময়ে এক হাজার ডলার নিয়েছেন রিজভী আহমেদ সিজারের কাছ থেকে। এতে আরো অভিযোগ করা হয়েছে, সিজারের কাছে লাস্টিক ও থালের মাসিক ভিত্তিতেও ঘুষ চেয়েছিলেন।
রাজীব আহমেদ সিজারের আসল উদ্দেশ্যই ছিল বাংলাদেশের ওই রাজনৈতিক নেতার ক্যারিয়ার ধ্বংস করে দিতে ওই সব তথ্য সংগ্রহ করা। কানেকটিকাটসহ যুক্তরাষ্ট্রের সর্বত্রই এখন আলোচিত বিষয় এফবিআইকে ঘুষ দিয়ে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ সম্পর্কে গোপনীয় তথ্য সংগ্রহকালে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে ধরা পড়েন রাজীব আহমেদ সিজার। আটক হওয়া রাজীব আহমেদ সিজার যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ড্যানবুরীর বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ মামুন নামের এক প্রবাসী বাংলাদেশির ছেলে। তাদের দেশের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায়। তিনি গত ২০/২১ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মোহাম্মদ উল্লাহ মামুন যুক্তরাষ্ট্র বিএনপির একজন সক্রিয় সদস্য ও সমর্থক। তিনি এক সময়ে যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ওই সময় নিউইয়র্কে অবস্থান করলেও বর্তমানে তিনি কানেকটিকাটের ড্যানবুরীতে স্থায়ীভাবে বাস করছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান