ডেস্ক: কুমিল্লার বরুড়া উপজেলায় মোবাইল ঠিক করাতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ জুলাই) রাতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার একবাড়িয়া তালুকদার বাড়ির আব্দুল করিমের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদ (৩৮), এমরান তালুকদারের ছেলে বোরহান উদ্দিন রাজু (২০) ও মোস্তফা কামালের ছেলে মেহেরাজ হোসেন রবিউল (২২)।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ১৩ জুলাই সন্ধ্যায় এক তরুণী বাজারে মোবাইল মেরামত করার জন্য শহিদের দোকানে যান। পরে সেখানে মোবাইল মেরামত বাবদ ২৫০ টাকা চাইলে তরুণী ১৫০ টাকা আছে বলে জানান। এ সময় বাকি টাকা নেই বললে দোকানি শহিদ তাকে ধর্ষণ করে ১০০ টাকা দেওয়া লাগবে না বলে।
এদিকে এ ঘটনার পর তরুণী হেঁটে বাড়িতে আসার পথে রবিউল ও রাজু ধর্ষণের ঘটনা সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দেয়। এ সময় তারা আবার স্থানীয় একটি কবরস্থানের পাশে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। এরপর বাড়ি ফিরে মাকে বিষয়টি জানান ভুক্তভোগী। পরে তার মা থানায় অভিযোগ করেন।
বরুড়া থানার ওসি জানান, গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান