মোঃ আব্দুর রাজ্জাক: লালমনিরহাট সদরে পুকুরের পানিতে ডুবে রহমাতুল্লাহ (৮) ও আব্দুল্লাহ (১০) নামের ২ শিশুর মৃত্যু হয়েছে।
গত১৪ জুলাই শুক্রবার বিকেলের দিকে উপজেলার হারাটিতে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুজন আপন চাচাতো ভাই।
স্থানীয় সূত্রমতে জানা যায়, রহমাতুল্লাহ ও আব্দুল্লাহ বিকেলে বৃষ্টির সময় বাড়ির উঠোনে খেলা করছিল। পরে বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেলে পরে তাদের পুকুরের পানিতে ডুবে যাওয়ার সন্দেহ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয় পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল এসে পুকুর থেকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ওসি মো. ওমর ফারুক বলেন, ঘটনা শোনার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশু দু’টি সাঁতার জানত না। তাই পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দু’টির দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট সদর থানার পুলিশ কর্মকর্তা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান