বাংলার খবর২৪.কম : নাটোরের বড়াইগ্রামের রাজাকার মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন।
সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে নাটোরের বড়াইগ্রামের রাজাকার মোড়ে ঢাকাগামী কেয়া পরিবহন এবং সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে আসতে থাকা অথৈ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২০ জন নিহত হয়। এছাড়াও আহত হয় আরো ৪০ জন।
আহতদের চিকিৎসার জন্য আমেনা ক্লিনিকে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৩ জনের মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তিনি জানান, এ পর্যন্ত মোট ৩৩ জন নিহত হয়েছে। বনপাড়া হাইওয়ে থেকে ২৪ টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান