বিনোদন প্রতিবেদক: মুনা হোসাইন এ প্রজন্মের নারী উদ্যোক্তা ও M5foru সংগঠনের সভাপতি। ৭ জুলাই শুক্রবার জমকালো আয়োজনে মধ্যে দিয়ে ধানমন্ডি রুপায়ন টাওযার 'বাফেট লাউঞ্জে' নিজ আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষের সাথে জন্মদিনে অনুষ্ঠান পালন করা হয়েছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি তার জীবনের পরিবর্তন এবং উত্থানের সকল দিক তুলে ধরেন। তার জীবন পরিবর্তনের পিছনে তার মায়ের ভূমিকা বেশি ছিলো বলে মনে করেন। তা ছাড়া তার স্বামী প্রবাসী মো: আব্দুর রহিমের ভূমিকা ছিলো পরিপূর্ণ । m5foru সভাপতি মুনা হোসাইন বলেন, টিকটকে একটি মাত্র অ্যাপস যেটা আপনি সব দিক ব্যবহার করতে পারেন, তবে এটা কে ভালো ভাবে ব্যবহার করা উচিত। আমি টিকটক করি মানে এই নয় যে আমি টিকটকার,এটা সাধারনত ব্যবহার করতে আমার ভালো লাগে এবং এ অ্যাপস ব্যবহার করলে মন ভালো হয়ে ঘায় এবং আমি সঠিক ভাবে ব্যবহার করি। তার মানে এটা সাইকো অ্যাপস নয়। একজনের ভিডিও ভালো বা খারাপ লাগতে পারে তবে এ নিয়ে মন্তব্য না করাই ভালো। টিকটকার সবাই কাছের মানুষ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই আমরা সবাই এক হয়ে কাজ করতে চাই। তাছাড়া আমার নিজের একটি সংগঠন আছে সেখানে আমি সভাপতি। সেখানে আমার স্বামী ও কাজ করছে। এ সংগঠনের কারনে অনেক দুস্থ ও অসহায় মানুষদের সহযোগিতা করেছি, সেটা হোক ঈদ বা অন্য কোন সময় বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সব সময় সাধারন মানুষের পাশে থাকতে চাই। টিকটকারদের উদ্দেশ্য তিনি বলতে চান কাউকে কখনো বুলিং করবেন না। কাউকে ছোট করে দেখবেন না। আমার একটা ব্যক্তিগত কথা বলতে চাই, আমার কোন এক সময় অনলাইন বিজনেস ছিলো কিন্তুু সময় দিতে পারতাম না। তবে অনেকে আমাকে কাপড় বিক্রেতা বলতো মানুষের বাড়ি বাড়ি গিয়ে নাকি কাপড় বিক্রি করি যা বুলিং! কিন্তুু এ ব্যবসায় আমি সময় দিতে পারতাম না। তবে মানুষ এ বিষয় গুলো রটে বেড়াতো। আজ তাদের কারনে আমি প্রতিষ্ঠিত, তারাই আমাকে এখন দেখতে আসে। সবার কাছে একটি অনুরোধ করি কারো জীবন নিয়ে খিচুড়ি পাকাবেন না। নিজেকে নিয়ে ভাবুন, কাউকে বুলিং স্বীকার করবেন না, কারন তারাও মানুষ। প্রত্যেক মানুষ কে নিজের মতো বাঁচতে দিন। আর আপনার যদি কাউকে ভালো না লাগে তবে টিকটক থেকে ব্লক করে দিন তবে বুলিং নয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান