বাংলার খবর২৪.কম : বাংলাদেশ-মিয়ানমারের আন্তর্জাতিক সীমারেখা নাফ নদীতে মিয়ানমার বর্ডারগার্ড পুলিশ তিনটি মাছ ধরা নৌকাসহ ছয় বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করছে।
জানা যায়, সোমবার সকালে টেকনাফ কায়ুকখালী এলাকার পূর্ব নাফনদী থেকে মিয়ানমার বর্ডারগার্ড পুলিশের একটি দল অস্ত্রমুখে জিম্মি করে তিনটি মাছ ধরা নৌকাসহ টেকনাফ পৌরসভার জেলে পাড়ার নুরুল আলম (৪০), মুজিব (৩৫), কালাইয়া (৩০), মোহাম্মদ সফি (২৭), আমির হোসেন (৪০) ও উসমান গণিকে (৩০) অপহরণ করে নিয়ে যায়।
পালিয়ে আসা জেলে মাহমুদুল হক জানায়, নাফ নদীতে মাছ শিকার অবস্থায় হঠাৎ করে মিয়ানমার বর্ডারগার্ড পুলিশ টহল দল নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে যায়। এসময় তারা ৪০ হাজার বাংলাদেশি টাকা মুক্তিপণ দাবি করছে। তবে মাহমুদুল হক প্রাণ রক্ষার্থে কৌশলে পালিয়ে এসে মালিকদের এই ঘটনা জানান।
নৌকা মালিকেরা জানান, তিনটি নৌকাসহ ছয় জেলেকে ফিরিয়ে আনতে মিয়ানমার পুলিশ তাদের নিয়োজিত দালাল মুজিবের মাধ্যমে মুক্তিপণ হিসেবে ৪০ লাখ কিয়ট (মিয়ানমারের মূদ্রা) দাবি করছে। তাদের ছেড়ে দেবে সে আশায় এখনো বিজিবিকে বিষয়টি অবহিত করা হয়নি।
এ প্রসঙ্গে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, বিষয়টি বিজিবিকে কেউ অবহিত করেনি। অবহিত করলে ধরে নিয়ে যাওয়া নৌকা ও জেলেদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান