আসাদুজ্জামান ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বিজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে ৫টি ইউনিয়নের ১১৫০ জন কৃষকের মাঝে সার, বিজ ও নারিকেল চারা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি কৃষকদের হাতে সার, বিজ ও নারিকেল চারা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান রুহুল আমীন বাগা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: জাকির হোসেন প্রমুখ। এছাড়া উপজেলার ৫টি ইউনিয়নের ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান