প্রতিনিধি,মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একই পরিবারের ১ জন নিহত ও অন্তসত্বা নারীসহ ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় রুহিয়া বেগমকে (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
তার ছেলে মাহফুজুর রহমানের স্ত্রী অন্ত:সত্বা শারমিন আক্তারসহ (২৫) আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গজারিয়া থানার এসআই মো. আশরাফ জানান, শ্বাশুড়ি ও পুত্রবধূসহ একই পরিবারের ৫ সদস্য কুমিল্লার দাউদকান্দি থেকে ভাড়া করা প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
শনিবার দুপুর ১২ টার দিকে মহাসড়কের বাউশিয়া নামক স্থানে ঢাকাগামী ওই প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে সড়ক ও জনপথের ক্রেনের সাহায্যে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছে পুলিশ। প্রাইভেটকারের চালক পালিয়ে গেছে
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান