মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: সাংবাদিক নাদিম হত্যার দৃষ্ঠান্তমুলক শাস্তির মাধ্যমে সাংবাদিক হত্যা,নির্যাতন গুম খুন মামলার প্রতিরোধে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তায় দৃষ্ঠান্ত স্থাপনের দাবি জানান সাংবাদিক নেতারা।
সোমবার (১৯ জুন) দুপুরে লালমনিরহাটের মিশন মোড়ের সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের মানববন্ধন থেকে এ দাবি তুলেন নেতারা।
বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এবং সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান বাবুসহ খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে লালমনিরহাট টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ প্রেস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) লালমনিরহাট জেলা শাখা।
বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে সত্য লিখলে সাংবাদিকদের খুন করা হচ্ছে। হামলা মামলায় হয়রানী করা হচ্ছে। সাগর রুনিসহ সারা দেশে অসংখ্য সাংবাদিক হত্যাকে হত্যা করা হলেও আজ পর্যন্ত কোন ঘটনার বিচার শুরু করেনি সরকার। সাংবাদিক নাদিম হত্যার দৃষ্ঠান্ত মুলক শাস্তি নিশ্চিত করে সরকারকে একটি দৃষ্ঠান্ত স্থাপনের দাবি জানান মানববন্ধনের সাংবাদিক নেতারা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান