বাংলার খবর২৪.কম : অনিয়মে ভরে গেছে দুবাইয়ের বাংলাদেশ দূতাবাস। সরেজমিনে দূতাবাসে গিয়ে দেখা গেছে ভোগান্তির চিত্র।
প্রত্যক্ষভাবে দেখা গেল, পাসপোর্ট নবায়ন (রিন্যিউ) করার জন্য প্রবাসীরা ভোর ৫ টায় এসে লাইনে দাঁড়িয়ে দুতাবাসে নিজ নিজ পাসপোর্ট জমা দিলে তাদের বলা হয় বেলা আড়াইটায় ডেলিভারি দেওয়া হবে। কিন্তু সাড়ে ৩ টা পার হয়ে গেলেও তাদের কাউন্টার খুলতে দেখা যায়নি।
এসময় অপেক্ষায় বসে থাকতে দেখা যায়; সুদূর আবুধাবি, আল আইন, আজমান ও রাস আল খাইমা থেকে আসা লোকজনদের।
পাসপোর্ট নবায়নের জন্য অপেক্ষায় থাকা একজন শীর্ষ নিউজকে জানান, বেলা দেড়টায় সিরিয়াল ১৫৫ রেখে তারা মধ্যাহ্ন বিরতিতে চলে যায় ৩ টায় এসেও সেই একই সিরিয়াল দেখা যায়। ১৪ নম্বর কাউন্টারে এ অভিযোগ করলে তারা তার ওপর চড়াও হয়ে উঠে।
এক পর্যায় শীর্ষ নিউজ প্রতিনিধি এমএসআর সোহেলসহ কয়েকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
দূতাবাস কর্তৃপক্ষ সেবা প্রার্থীদের বলেন; তাদের পরের দিন ডিউটি আছে এখান থেকে যেতে তাদের অনেক রাত হয়ে যাবে। ক্যাম্পে গিয়ে তাদের রান্না করে খেতে হবে। তারপর পরের দিন ভোর ৫ টায় তাদের আবার ডিউটিতে যেতে হবে। আক্ষেপের সুরে তারা বলেন; ‘আমাদের কষ্ট কেউ বোঝেনা!’
এসময় প্রবাসীরা জানতে চান, কবে নাগাদ তারা এ ভোগান্তি থেকে পরিত্রাণ পাবেন। যার জবাব তারা পাননি!