বাংলার খবর২৪.কম : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই বাসের সংঘর্ষে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার রাতে রামেক হাসপাতালের পরিচালক একেএম নাসির উদ্দিন বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি আরো বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে হাসপাতালের জরুরি বিভাগে চার জন চিকিৎসক নিয়োজিত করা হয়েছে। চিকিৎসার্থে প্রয়োজনীয় ওষুধপত্রও হাসপাতাল থেকে দেয়া হচ্ছে। নিয়োজিত আছেন পর্যাপ্ত লোকবলও। হাসপাতালে আসার সঙ্গে সঙ্গেই প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ৮ নম্বর (নিউরোসার্জারি) ওয়ার্ডে পাঠানো হচ্ছে।
রাত ৮টা নাগাদ হাসপাতালে দুই নারীসহ ৯ জনকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে সাজেদুর রহমান (১৮), মোশারফ হোসেন (৩০), আবুল কালাম (২৬), সোনাবান (৪৯), ফারুক হোসেন (৩০), বাবুল আকতার (২৭), আনজু আরার (৪০) নাম পাওয়া গেছে।
আনজু ছাড়া বাকিদের গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরের বিভিন্ন গ্রামে। আনজু আরার গ্রামের বাড়ি পাবনার চাটমোহরে বলে জানা গেছে।
ঘটনায় আহত রেজাউল ইসলাম (৩৫) নামে ব্যক্তিকে রাজশাহী নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিশেষ মেডিকেল টিমের চিকিৎসক ডা. নাজমুল হাসান বলেন, আহতদের সর্বোচ্চ সেবা দেয়া হচ্ছে। এক্ষেত্রে হাসপাতালে প্রবেশের সময় কোনো টিকিট কিংবা ভর্তির ঝামেলা পোহাতে হচ্ছে না আহতদের।
দুর্ঘটনার খবর পাওয়ার পর বিকেলে রামেকে ছুটে আসেন রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার।
এর আগে দুপুরে নাটোরের যাত্রীবাহী দুইবাসের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও প্রশাসন ২৯ জনের নিহত খবর নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান