মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: লালমনিরহাট পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকাযর আইয়ুব আলীর সৎ ভাই জুলফিকার আলীর বাড়িতে বেড়াতে এসেছিলেন দুই বন্ধু আইয়ুব আলী ও রফিকুল ইসলাম। গত শুক্রবার রাতে তিস্তা নদীর চরে সীমান্তে গিয়ে ভারতীয় মাদক পান করেন দুজনেই।
একপর্যায়ে পরিকল্পিতভাবে রফিকুলের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন আইয়ুব আলীকে এর পর হত্যাকাণ্ড গোপন রাখতে মরদেহ চরের বালুতে পুঁতে রাখেন। কিন্তু পুলিশ তথ্য পেয়ে রাতেই মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘাতক আইয়ুবকে গ্রেফতার করেন।
পাটগ্রাম থানা পুলিশ জানায়, দিনাজপুর থেকে অটোরিক্সা নিয়ে লালমনিরহাটরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় আইয়ুব আলীর সৎ ভাই জুলফিকার আলীর বাড়িতে দুই বন্ধু মিলে বেড়াতে আসেন, আইয়ুব আলী ও রফিকুল ইসলাম এর পরে শুক্রবার রাতে তিস্তা নদীর চরে ভারতীয় সীমান্তের পাশে গিয়ে মদক পানকরার পরে একপর্যায়ে রফিকুলের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন আইয়ুব আলী। মরদেহ চরে বালুতে পুঁতে রাখেন। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধারের পাশাপাশি আইয়ুবকে গ্রেফতার করে পুলিশ।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা যাচ্ছে রফিকুল ইসলামকে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল আইয়ুবের। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান