মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বৈশাখের সোনালী ফসল বোরোধান নিরাপদে কৃষকদের গুলায় তুলতে পারছেন কৃষকেরা
লালমনিরহাটের কৃষকদের ভালো আবহাওয়ায় নিরাপদে ধান কেটে মাড়াই করে সিদ্ধ করে শুকিয়ে সংরক্ষণ করতে দেখা যাচ্ছে। বিগত কয়েক বছর ধরে বোরো ধান চাষে কৃষকরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূলতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এবছর প্রাকৃতিক কোন বাধা বিঘ্ন না থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে এবং উৎপাদিত জমিতে পাকা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় দল বেঁধে মহিলা পুরুষ মিলে কাস্তে দিয়ে কাটছেন ধান। আবার অনেকে ধান কাটার আধুনিক যন্ত্র(কম্বাইন-হারভেস্টার) দিয়ে, ক্ষেতের ধান কেটে, মাড়াই-ঝাড়াই করে বস্তাবন্ধি করছেন।দুর্গাপুর ইউনিয়নের কৃষক ইয়াকুব আলী ও আব্দুল বাতেন বলেন আবহাওয়া অনুকূলে থাকায় এবছরে ফলন অনেক ভালো হয়েছে তবে সার তেলের দাম বৃদ্ধি রয়েছে ধানের দাম ভালো থাকলে কৃষক বেশি লাভবান হবে। লোহাকুচি এলাকার কৃষক রবিউল ও শহিদার রহমান বলেন, ধানের যথেষ্ট ভালো ফলন হয়েছে তবে শ্রমিকের দাম বৃদ্ধি ও শ্রমিক সংকট থাকায় কিছুটা সমস্যায় পড়েছেন কৃষকরা। জেলার প্রত্যন্ত এলাকায় ঘুরে দেখা গেছে কৃষকরা এবারের বোরো মৌসুমের ধানের ফলনে অনেক খুশি তারা জানিয়েছেন দোন প্রতি (২৭)শতক ১৫ মন পর্যন্ত ধান ফলে আর হাইব্রিড হলে ২০ মন পর্যন্ত ধান হয়।লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিদুর রহমান বলেন, এ বছরে বোরো ধানের ভালো ফলন হয়েছে। এমন ফলনে সন্তুষ্ট কৃষকরাও। আমরা বরাবরের মতো মাঠ পর্যায়ে সার্বক্ষণিক কৃষকদের তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছি এছাড়াও কোনো কৃষক আবেদন করলে আধুনিক ধান কাটার মেশিনের মাধ্যমে সরকারের সহায়তায় ভর্তুকি দিয়ে ধান কাটতে সহায়তা প্রদান করা হচ্ছে। উত্তরের জেলা লালমনিরহাটের ধান চাষাবাদে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বাহিরে রফতানি করা হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এবছর জেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৭ হাজার ৭০০ হেক্টর জমিতে। অর্জিত হয়েছে ৪৭ হাজার ৮৫০ হেক্টর যা গত বছরের তুলনায় প্রায় এক হাজার হেক্টর বেশি। লক্ষ্যমাত্রা অনুযায়ী ফলনের হিসাব ধরা হয়েছে ৩ লাখ ১৫ হাজার ৮১০ মেট্রিকটন।এ পর্যন্ত কর্তন হয়েছে ৩০% এবং মে মাসের ৩০ তারিখের মধ্যে ধান কাটাশেষ হবে বলে আশা করা হচ্ছে এবং
হেক্টর প্রতি অর্জিত ফলন (চালের হিসেবে) ৪.৩ টন পার হেক্টর ।