বাংলার খবর২৪.কম : রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবদুস সোবহানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) থেকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।
সোমবার সকালে পুলিশ সদর দফতর থেকে এ আদেশ দেয়া হয়। দুপুরে আরএমপি কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসএম আবদুস সোবহানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছিলো। তদন্তের পরিপ্রেক্ষিতে সদর দফতর তার বদলির এ আদেশ দিয়েছে।
তবে মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত শুক্রবার রাতে সপুরায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম এলাকায় হাউজি খেলা নিয়ে দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এক পাশে স্থানীয় যুবলীগ নেতা আরিফ ও তার লোকজন, অন্যপাশে হাউজি পরিচালনা গ্রুপ। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, পরে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের ভ্যান পৌঁছানো মাত্রই বুলেটপ্রুফ জ্যাকেট পরে হাতে লাঠি নিয়ে অন্য পুলিশ সদস্যদের সঙ্গে অ্যাকশনে নামে কিশোর আকাশ, শাকিল ও রাসেল। লাঠি চালানোর পর পরিস্থিতি শান্ত হলে তারা আবার ভ্যানে চড়ে থানায় ফিরে যায়।
পরে খোঁজ নিয়ে জানা যায়, বুলেটপ্রুফ জ্যাকেট পরা ওই তিন কিশোর পুলিশ সদস্য নয়। তারা বোয়ালিয়া থানায় চা-পানি আনার কাজ করে। অথচ থানার ওসি সোবহানের নির্দেশে আকাশ, শাকিল ও রাসেল মাঝে-মধ্যেই পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়। তারাই হুংকার দিয়ে সংঘর্ষকারীদের হটিয়ে দেয়।
সাধারণত পুলিশ সদস্যরা এ কাজটি করে থাকে। পরে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে সোমবার ওসির স্ট্যান্ড রিলিজের আদেশ আসে।
এদিকে, বর্তমান ওসির স্ট্যান্ড রিলিজের কাগজ আসার পর মহানগর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন খন্দকারকে বোয়ালিয়া থানার দায়িত্ব দেয়া হয়েছে বলে পুলিশের ওই সূত্রটি জানিয়েছে।