ডেস্ক : বগুড়ার সোনাতলায় সোমবার ইটের প্রাচীর নির্মাণ করা নিয়ে মারপিটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছে। নিহত সুজাউল ইসলাম সুজা উপজেলার দক্ষিণ আটকরিয়া গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে। এ ঘটনায় সোনাতলা থানায় ওই দিন রাত ১২টায় ৭ জনকে আসামি করে নিহত সুজার স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।
জানা যায়, নিহত সুজা তার ছোট ভাই আব্দুল মালেক (৪৫) এর সাথে দীর্ঘ দিন থেকে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার সকাল সাড়ে ১০টায় ছোট ভাই আব্দুল মালেক বড় ভাইয়ের বসতবাড়ির গেটের সামনে ইটের সীমানা প্রাচীর তুলতে গেলে নিহত সুজা বাধা দিলে বড় ভাই মো. বাবলু মিয়া, ছোট ভাই আব্দুল মালেকের ছেলে তামিম হোসেন, স্ত্রী চামেলী আক্তার মারপিট শুরু করে। এতে সুজা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে বিকাল ৪ টায় সুজা মারা যায়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, সুজার মৃত্যুর কারণ সঠিক নির্ণয়ের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়। সেখানে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে সোনাতলা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।