ডেমরা প্রতিনিধি : ডেমরা ভলান্টিয়ার্স এর তত্বাবধানে পাইটি এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ডেমরার পাইটি এলাকায় ২ জন অসচ্ছল ভ্যান চালককে ২টি ভ্যান গাড়ি, ১ জন নারীকে সেলাই মেশিন ও তিন শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং শিশুদের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে। বি,এইচ,এস ৯০ ওয়েলফেয়ার সোসাইটি ও আব্দুল খালেক ফাউন্ডেশন এর সার্বিক সহযোগীতায় বৃহস্পতিবার বিকেলে পাইটি এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেমরা ভলান্টিয়ার্স ও বি,এইচ,এস ৯০ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ইঞ্জি: আসাদুর রহমান মিলন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ আলী মাতবর, পাইটি সড়কপাড় জামে মসজিদের সাবেক সাধারন সম্পাদক ও ৭০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মো: মনিরুজ্জামানসহ অন্যরা। ডেমরা ভলান্টিয়ার্স এর তত্বাবধানে এবং বি,এইচ,এস ৯০ ওয়েলফেয়ার সোসাইটি ও আব্দুল খালেক ফাউন্ডেশন এর সার্বিক সহযোগীতায় ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন, আল-মোস্তফা সমাজ কল্যান সংস্থা, হাঁসির প্রদীপসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ডেমরা অঞ্চলে ৪ হাজার ৭ শত ৫০ জনকে খাদ্য সামগ্রী, ১১ জনকে সেলাই মেশিন, ১২ জনকে ভ্যান গাড়িসহ ইফতার ও শিশুদের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে বলে জানিয়েছেন ইঞ্জি: আসাদুর রহমান মিলন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান