মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: রংপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে তবে যাত্রী নিয়ে বাকি ট্রেন লালমনিরহাট রেলস্টেশনে পৌছালেও পড়েছে রেল যোগাযোগ সারাদেশের সঙ্গে বন্ধ হয়ে পরেছে।
আজ , (২০ এপ্রিল) বৃহস্পতিবার দুপুর অনুমানিক ২টার দিকে এ রেল দুর্ঘটনা ঘটেছে তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
লালমনিরহাট রেলওয়েের বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্বস্তত তথ্যে জানাযায় , লালমনি কমিউটার-৩ যাত্রীবাহী ট্রেনটি রংপুর থেকে সকাল ১১টায় লালমনিরহাটের উদ্দেশে রওনা দিলে ট্রেনটি মহেন্দ্রনগর স্টেশনের কাছাকাছি আসলে পেছনের বগিটি লাইনচ্যুত হয়ে পড়লে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং ট্রেনের দরজা ভেঙে যায়। লাইনচ্যুত হওয়ার ফলে লালমনিরহাটের সঙ্গে রংপুর-কুড়িগ্রাম ও ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেল যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহন অফিসার ফারুকুল ইসলাম বলেন লালমনিরহাট কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্বারকারী রিলিফ ট্রেন দ্রুত নিয়ে আসা হয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে অল্প সময়ের মধ্যে সব ঠিক হয়ে যাবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান