ডেস্ক : কক্সবাজারের টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ইতোমধ্যে ৩০টির বেশি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন রোহিঙ্গারা।
মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে টেকনাফের লেদা নুরালীপাড়া ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা।
তিনি বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসও কাজ করছে।’
নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নবী হোসেন বলেন, ‘হঠাৎ ক্যাম্পে আগুন লেগেছে। খবর পেয়ে এনজিওর ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি আমরাও আগুন নেভানোর চেষ্টা করছি। কিন্তু এরই মধ্যে ৩০টির বেশি ঘর পুড়ে গেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।’
কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ক্যাম্পের বাসিন্দা মো. সাইফুল জানান, তাদের ক্যাম্পের একটি ঝুপড়ি ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। পরে ক্যাম্পে ছড়িয়ে পড়ে। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা। তবে আগুনের তীব্রতা অনেক বেশি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান