মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: কাগজে-কলমে ভারতীয় হলেও সীমান্তের কাঁটাতাটার থেকে তার অবস্থান ছিল অনেক দূরে বাংলাদেশের অভ্যন্তরে। তখন ছিলেন ভারতের ভিতরকুটি-বশপচাই ছিটমহলের বাসিন্দা। ছিলনা কোন স্বাধীনতা,সেই অবরুদ্ধ জীবনের অবসান ঘটে ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে। পহেলা অগাস্টের প্রথম প্রহরে বিনিময় হয় ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল। এ বিনিময়ের পর বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন তারা এরপরে ধীরে ধীরে মুক্তি মিলতে শুরু করেন বিদ্যুৎ,বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের কিন্তু সেখানে দ্রুততম শিক্ষা ব্যবস্থার খুব প্রয়োজন ছিল তাই সেখানে লালমনিরহাটের জননেতা জেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার অ্যাডভোকেট মতিয়ার রহমান তার মায়ের নামে সালেহা সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি করে দেন এবং বন্যা,শীত, পুজা ও ঈদে সেখানকার শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের সাহায্য সহযোগিতা করে থাকেন তার ধারাবাহিকতায় ১৫ এপ্রিল ২০২৩ শনিবার বেলা ১১ ঘটিকায় অধ্যাপক ডাক্তার এ বি এম মোবাশ্বের আলম বিভাগীয় প্রধান নেফ্রলজি বিভাগ রংপুর মেডিকেল কলেজ এর সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উৎসব উপহার ও খাদ্য উপকরণ সামগ্রী বিতরণ করা হয় এতে ৬০ জন শিক্ষার্থীদের মাঝে নগদ পাঁচশত টাকা ও তাদের অভিভাবকদের লাচ্চা,সেমাই চিনিসহ ঈদ উপকরণ উপহার দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ মতিয়ার রহমান জেলা পরিষদ চেয়ারম্যান লালমনিরহাট। সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি কবি ও সাহিত্য ফেরদৌসী রহমান বিউটি এ সময় তারা জানিয়েছেন সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।
এ সময় আরো উপস্থিত এলাকাবাসী শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ সহ আরো অনেকে।
শিরোনাম :
সালেহা সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার।
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- ১৪৩৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ