
ফারুক আহমেদ সুজন : ডিএমপি মিরপুর বিভাগে মার্চ /২০২৩ মাসে ফের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে পল্লবী থানা। অপরাধবিষয়ক এক সভায় পুলিশের মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোঃ জসীম উদ্দীন মোল্লার হাত থেকে মার্চ মাসের শ্রেষ্ঠ থানার ক্রেস্ট গ্রহণ করেন পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম। সেই সাথে শ্রেষ্ঠ ফাঁড়ী হিসেবে পল্লবী ফাঁড়ীর ইনচার্জ এসআই সজীব খান ক্রেষ্ট গ্রহন করে।
শ্রেষ্ঠ অপারেশন উদয় কুমার মন্ডল পল্লবী থানা ,এছাড়া শ্রেষ্ঠ এসআই মোঃ সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই জহির উদ্দিন, শ্রেষ্ঠ এএসআই মোঃ ফয়সাল হোসেন গন নির্বাচিত হয়। এ নিয়ে অনেক বার মিরপুর বিভাগের শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে পল্লবী থানা। পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন,ধন্যবাদ মাননীয় উপ-পুলিশ কমিশনার মিরপুর বিভাগ, এডিসি ও এসি (পল্লবী জোন) স্যার সহ সকল স্যারদের , তাহাদের বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনায় এমন সাফল্য সম্ভব হয়েছে ।