প্রতিবেদক: অনুষ্ঠিত হয়ে গেল তৃতীয়বারের মতো জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতা ফ্রেন্ডস ভিউ কোরআনের ধ্বনি ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী। ১২ এপ্রিল বুধবার জারা কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন জেলা থেকে আগত হাফেজরা। সর্বশেষ ৬ জন প্রতিযোগী নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। এই ৬ জন প্রতিযোগীকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিজয়ী প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের মাঝে ক্যাশ টাকা সহ প্রাইজবন্ড বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারী আবু তালহা, বিচারক হিসেবে ছিলেন, মুফতি ওসামা, হাফেজ ইসমাইল, হাফেজ ক্বারী আবু রায়হান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডস ভিউ এর কর্ণধার কোরআনের ধ্বনি অনুষ্ঠানের আয়োজক রবি চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামরুল ইসলাম, কাজী সাজেদুর রহমান, ওসমান গনি বাপ্পি, বিএম রফিক, ড. জাহিদ চৌধরী বিপুল, জাহিদ রশিদ, কোরআনের ধ্বনি প্রতিযোগিতার সেক্রেটারি হাফেজ ইসমাইল,ও M5foru সভাপতি মুনা হোসাইন। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন কাজী ফয়েজ,রাজু, নয়ন, ধ্রুব, রাজ,আল আমিন, আতা ভাই, জাহিদ আব্বাস, রিপন। অনুষ্ঠানের আয়োজক রবি চৌধুরী বলেন। আমি আমার প্রতিষ্ঠানের বরকতের জন্য প্রতিবছর এই অনুষ্ঠানটা আয়োজন করে থাকি। আপনাদের দোয়া সহযোগিতা ও ভালোবাসায় আগামীতে অনেক বড় করে আয়োজন করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান