বাংলার খবর২৪.কম : মাদারীপুরের এক রাতে দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এরা হলেন- রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের পারভেজ মোল্লা (২৫) ও শিবচরের উপজেলার ধৃপুর গ্রামের সালাম মাতুব্বর (৪৮)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের পূর্ব শাখারপাড় গ্রামের কাঞ্চন মোল্লার ছেলে পারভেজ মোল্লা ১৫ দিনের ছুটিতে গ্রামের বাড়ি শাখারপাড় গ্রামে আসেন। রোববার সন্ধ্যায় চাচা কাসেম মোল্লার ঘর থেকে পারভেজের লাশ উদ্ধার করে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, পুলিশ কনস্টেবল পারভেজ মোল্লার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পারভেজের চাচা কাসেম মোল্লা জানান, পারভেজ মানসিক রোগী ছিলেন। কয়েকদিন আগে চিকিৎসা শেষে কাজে যোগদান করেছিল। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
এদিকে শিবচরের নিলখী পুলিশ ফাঁড়ির সালাম মাতুব্বর নামের এক পুলিশ সদস্যের ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে।
ফাঁড়ি সূত্রে জানা গেছে, শিবচরের নিলখী পুলিশ ফাঁড়িতে কর্মরত অবস্থায় সালাম মাতুব্বর (৪৮) অন্যান্য দিনেরমতো শনিবার রাতে ঘুমিয়ে পড়ে। ভোরে তার সহকর্মীরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ফাঁড়ি ইনচার্জকে অবহিত করে। পরে তারা নিশ্চিত হয় পুলিশ সদস্য সালাম মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
রোববার রাতে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে সালামের লাশ ময়না তদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সালাম মাতুব্বর শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ধৃপুর গ্রামের মৃত মজিদ মাতুব্বরের ছেলে।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) শাজাহান মিয়া জানান, ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পুলিশ সদস্য সালামের মৃত্যু হয়েছে। আগে থেকেই হার্টের রোগে ভুগছিলেন।
ময়না তদন্ত শেষে সালামের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান