
প্রতিনিধি,ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে রেললাইন অজ্ঞাত যুবকের (২৭) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরের বিভিন্ন স্থানের ক্ষতের চিহৃ রয়েছে।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ জিআরপি থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
স্থানীয় রেলওয়ে ফাঁড়ি পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নান্দাইল রেলস্টেশনের প্রায় আধা কিলোমিটার দক্ষিণে গাঙাইল ইউনয়নের পংকরহাটি এলাকায় এক ব্যক্তির লাশ রেললাইনের মাঝে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে নান্দাইল রোড রেলস্টেশন মাস্টার আব্দুল মোতালেব কিশোরগঞ্জ জিআরপি থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
কিশোরগঞ্জ জিআরপি থানার এসআই মো. শরিফুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরনে ছিল জিন্সের প্যান্ট ও ফুল হাতা শার্ট। মাথা থেতলানো ছাড়াও লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ঘটনাস্থলে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।