ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। সোমবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেসময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাফরুল্লাহর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
গণস্বাস্থ্য পরিবার, গণস্বাস্থ্য কেন্দ্র ও সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮১ বছর বয়সী ডা. জাফরুল্লাহ দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। এ ছাড়া কয়েক দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগেও আক্রান্ত। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফীর অধীনে চিকিৎসাধীন ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান