ডেস্ক : রাজধানীর বঙ্গবাজার এলাকা থেকে আগুনে পোড়া ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করা হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল সাড়ে দশটায় বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে এ মালগুলো গ্যাস কাটার দিয়ে কেটে সরানো শুরু হয়। ব্যবসায়ীদের আশা দুই একদিনের মধ্যেই ঘটনাস্থল পরিষ্কার করে আবার অস্থায়ীভাবে ব্যবসা শুরু করাতে পারবেন তারা। সেই সঙ্গে ক্ষকিপূরণ দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে।
ব্যবসায়ী-মালিক সমিতির মুখপাত্র জানান ৪০ লাখ টাকায় আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের লোহা বিক্রি করা হয়েছে। সেগুলো সরিয়ে নিচ্ছে ক্রেতা প্রতিষ্ঠান। বিক্রির এ টাকা জমা হবে সমিতির ফান্ডে।
ব্যবসায়ী-মালিকদ সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক জহিরুল ইসলাম বলেন, যদি আজকে রাতের মধ্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হয়ে যায় তাহলে কালকে সকাল থেকে এখানে দোকান বসবে। আর যদি কালকে শেষ হয় তাহলে যতটুকু জায়গা পরিষ্কার হবে ততটুকু জায়গাতেই দোকান বসবে।
যাদের আগে মার্কেটে দোকান ছিল শুধু তারাই এখন দোকান দিতে পারবে। বাইরের কারও দোকান দেয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান