বাংলার খবর২৪.কম : সিলেট নগরীর সুবিদবাজারে ব্যবসা প্রতিষ্ঠান ও ছাত্রদলকর্মীর বাসায় হামলা চালিয়েছে ছাত্রলীগ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রোববার ছাত্রদলের হামলায় এক ছাত্রলীগ নেতা আহত হওয়ার ঘটনার জের ধরে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার ছাত্রদল নাবিল গ্রুপের হামলায় মহানগর ছাত্রলীগের সদস্য ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রিয়াজ মওদুদ গুরুতর আহত হন। এর জের ধরে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাগরদিঘীরপাড় থেকে মিছিল নিয়ে ছাত্রলীগের ২০-৩০ জন নেতাকর্মী সুবিদবাজারে আসে। এসময় তারা কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করে মিতালী আবাসিক এলাকার দিকে চলে যায়।
পরে মিতালী সি ব্লকের ১০ নম্বর বাসায় গিয়ে হামলা চালায় তারা। ওই বাসা ছাত্রদলকর্মী শিবলীর বলে জানা গেছে।
এদিকে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সন্ধ্যা ৭টায় সুবিদবাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। বিক্ষোভ চলাকালে সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবের সামনে কয়েকজন যুবক ১০-১৫টি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে ব্যবসায়ীদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করায়।
বিমানবন্দর থানার ওসি শাহজামান জানান, একদল যুবক ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছিল। পরে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করে নেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান