ডেস্ক : জেলার ওয়েস্টার্ন পাড়ায় আগুনে পুড়ে গেছে একটি গোডাউনসহ পাঁচ বসতঘর। এ সময় প্রচণ্ড ধোঁয়ায় অসুস্থ হয়ে ইব্রাহিম (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি আগুন দেখতে এসেছিলেন।
সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ভোলা ফায়ার সার্ভিসের চার ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ১০ টার দিকে ওই এলাকার আলী হোসেন নামে এক ব্যবসায়ীর তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে এলাকাবাসী সেটি নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণেিএকটি গোডাউনসহ পাঁচটি ঘর পুড়ে যায়। আগুন নেভাতে জেলা পুলিশের কয়েকটি টিমও কাজ করে। কী পরিমাণ ক্ষতি এ ঘটনায় হয়েছে সেটির তালিকা করছে ফায়ার সার্ভিস।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগুন লেগে কারও মৃত্যু হয়নি। তবে ইব্রাহিম নামে এক ব্যক্তি আগুন দেখতে এসে মারা গেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান