মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: লালমনিরহাটে বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টিতে কৃষকের ফসলের ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। স্থানীয়রা বলছেন, এ মৌসুমে এমন শিলাবৃষ্টি তারা খুব কম দেখেছেন ।
আজ শনিবার (১ এপ্রিল) রাতে এ শিলাবৃষ্টি ও ঝড়োহাওয়া শুরু হয় আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুঠিবাড়ি গন্ধমরূয়াসহ এর আশেপাশে এলাকা ও লালমনিরহাট সদর সহ জেলার বিভিন্ন এলাকায় এ ঝড়োহাওয়া ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।
জানা গেছে, । প্রায় ১৫মিনিটের শিলাবৃষ্টিতে লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে কৃষকের ক্ষেতের আলু, পেঁয়াজ, রসুন, গম, ভুট্টা, আম গাছের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে।
দুর্গাপুরের কৃষকরা জানিয়েছেন, এমন শিলাবৃষ্টি জীবনে দেখি নাই। ধান,আলু, পিয়াজ, তরমুজ, মিষ্টি কুমড়া ও ভুট্টা সহ অন্যান্য ফসলের বেশি ক্ষতি হয়েছে। এই শিলাবৃষ্টিতে এই এলাকার অনেক ফসলি জমির ধানক্ষেত, ভুট্টার ক্ষেত, পেঁয়াজ, রসুন সহ আলু ও অন্যান্য ফসল প্রায় নষ্ট হয়ে গেছে। স্থানীয়রা বলছেন সব জায়গায় আকাশ মেঘলা ছিল এবং রাতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি টি হয় এতে ক্ষতির সংখ্যা বেশি আশঙ্কা করছেন কৃষকরা।